Customized IP বর্তমান সময়ের জন্য সেরা Proxy সার্ভিস। আর সেরা বলার কারন এখন এই প্রক্সি দিয়ে সার্ভে কাজ ভালোভাবে করা যাচ্ছে।
Customized IP ছাড়াও আপনি অনেক কোম্পানীর আইপি কিংবা প্রক্সি যদিও পাওয়া যায় তবে সেগুলো এখন আর কাজের জন্য ভালো নয় ব্যান সমস্যা আর সার্ভে কেটে যাওয়া তার মধ্যে বড় একটি সমস্যা হয়ে দাড়িয়েছে।
তবে অন্যান্য প্রক্সি গুলোর প্রাইস ৫ ডলার থেকে শুরু করে যে কোন প্রাইস পর্যন্ত হতে পারে।
তবে ঐ যে বললাম সকল প্রক্সি দিয়ে কাজ হবেনা সো কাজের জন্য দরকার Elite Proxy যা আপনাকে সম্পূর্ণ রুপে আড়াল করতে সক্ষম হবে।
Customized Proxy গুলো আপনার সম্পূর্ণ OS কে Residential করে দিতে সক্ষম। আর যার ফলে আপনার সম্পূর্ণ পিসি টাই একটি অর্জিনাল আমেরিকান পিসি তে রুপান্তর হয়ে যাবে যার ফলে আপনি থাকবেন আগের তুলনায় সেফ।
Customized IP :-
প্রথমত আপনারা Customized IP টি আপনাকে RDP এর মাধ্যমেই চালাতে হবে। তাহলে কাস্টমাইজ আইপি চালাতে হলে অবশ্যই আপনার পিসি সম্পর্কে অন্তত ব্রাউজিং করার মত অভিজ্ঞতা থাকতে হবে।
কাস্টমাইজ আইপির কিছু নির্দিষ্ট সেটিংস রয়েছে যা RDP + Customized Proxy এর সংমিশ্রনে Elite Proxy হয়ে কাজ করে।
সো সেটিংস তো সব কিছু করাই থাকবে আপনার কাজ হবে জাস্ট কিছু রুলস মেনে চলা।
Customized Proxy Rules
- আইপি সেটিংস গুলোতে নিজে থেকে কিছু পরিবর্তন আনা যাবেনা।
- Addons/Extension যেভাবে আছে সেভাবে থাকবে তা পরিবর্তন করা যাবেনা।
- SocksSoftware ওপেন করলেই আপনাকে ব্যান করে দেওয়া হবে।
- সার্ভে ব্যতীত অন্য কাজ করা যাবেনা শুধু মাত্র ব্রাউজিং এর জন্য প্রযোজ্য
- RDP পুরো এক মাস Shutdown দেওয়া যাবেনা যখন কাজ শেষ জাস্ট ডিসকানেক্ট কিংবা Close আইকনে ক্লিক করে বন্ধ করে দিবেন। নয়তো আপনার সকল তথ্য হারাবেন।
- কোন প্রকার পাইরেট সফটওয়্যার ব্যবহার করা যাবেনা তাহলেও ব্যান হবেন।
- 18+ কিছু চালাতে পারবেন না
- বিটকয়েন মাইনিং করা যাবেনা করলে ইন্সট্যান্ট ব্যান।
Group And Support Rules:
- দিনের বেলা সাপোর্ট অফ থাকবে।
- রাত ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সাপোর্ট টাইম।
- কাস্টমাইজ প্রক্সি ডেড হয় তাই এগুলো মাসিক নাও হতে পারে তাই আইপি ডেড হলে সাপোর্ট টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- কাজ করতে হবে পজেটিভ ভাইব নিয়ে নেগেটিভ থিংক মনে আনবেন ২৪ ঘন্টার ব্যান।
- Customized Proxy রুলস অমান্য করলে ইন্সট্যান্ট ব্যান দেওয়া হবে গ্রুপ এবং সার্ভিস থেকে।
- যে কোন প্রয়োজনে সাপোর্ট পাবেন তবে মনে রাখবেন টাকা আপনার রুলস আমাদের এভাবে যদি কাজ করতে আগ্রহী থাকেন তবেই আপনি আমাদের সাথে জয়েন করুন।
RDP Sale Rules:
- ইনভেস্ট করার আগে অবশ্যই আবার ভেবে নিবেন কারন RDP প্রাইস রিফান্ড পলিসি আমাদের নেই।
সো উপরের একটি নিয়ম যদি আপনি ভেংগে ফেলেন তবে আপনার যদি Customized IP এর মেয়াদ রয়েও যায় তারপরেও আপনাকে সার্ভিস ব্যান করা হবে।
আর উপরের নিয়ম না মানলে আপনার RDP এবং কাস্টমাইজ প্রক্সি তে সমস্যা দেখা দিবে যদি সমস্যা ছাড়া একমাস ব্যবহার করতে চান তবে নিয়ম গুলো ভালো করে দেখুন। সমস্যা বলতে আপনি আপনার আইপিরর কন্ট্রোল হারিয়ে ফেলবেন। আর আপনার কারনে সবার সমস্যা হোক তা আমরা চাইবোনা সো নিয়ম গুলো মেনে চলবেন দয়া করে।
Customized Proxy ব্যবহারে নিয়মঃ-
আগেই বলেছি কাস্টমাইজ আইপি কিংবা প্রক্সি ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে পিসিতে অন্তত ব্রাউজিং করার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে মোবাইল কিংবা পিসি যা ইচ্ছা তা দিয়ে কাজ করতে পারবেন।
পিসি ব্যবহারকারীদের জন্যঃ
প্রথমে আপনার পিসির সার্চ বারে RDP লিখে সার্চ করুন তাহলে Remote Desktop Connection দেখতে পাবেন তা ওপেন করুন।
তা দিয়ে কানেক্ট করলেই আপনি কাজ করার জন্য প্রস্তুত।
আর যে কোন সমস্যায় ইনবক্স করবেন ফেসবুক গ্রুপে
নিজে থেকে কিছু পরিবর্তন করা থেকে নিজেকে বিরত রাখবেন দয়া করে।
মোবাইল ব্যবহারকারীদের জন্যঃ
মোবাইল ব্যবহারকারীদের কে Remote Desktop Connection এর মাধ্যমে চালাতে হবে যার জন্য নিচে দুইটি এপ লিংক দিচ্ছি যার যেটা চলবে সে সেই এপ ব্যবহার করুন।
অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন আর চাইলে মজিলা আলাদা করে ডাউনলোড করে নিতে পারেন মাঝে মাঝে সার্ভে প্রশ্ন না বুঝলে গুগলে সার্চ করতে চাইলে যে ব্রাউজারে সার্ভে করবেন সেটাতে কিন্তু বাংলা কিছু সার্চ করা যাবেনা।
একাউন্ট করলেই কিন্তু সব শেষ নয় আপনার কাছে কাস্টমাইজ আইপি আছে বলে অন্ধের মত কাজ করলেও যে হয়ে যাবে তা কিন্তু নয় তাই সব সময় নিজের প্রোফাইল টা সুন্দর করে গোছাবেন এবং সব সময় সেম উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আইডি ব্যান হওয়ার মূল কারন হলো আমাদের উত্তর সব সময় এক না দেওয়া।
আর যদি কানেক্ট করতে সমস্যা হয় ভিডিও টি দেখুন
আর চাইলে একটা ডেমো দিচ্ছি নিজেরা না পারলে ফলো করবেন।
Politics : Democrat
Ethnicity: Caucasian
Religion : Christian
monthly houshold income before tax -75000-79999
after tax -74444-75000
Company Industry - Banking/Finance
What are your household investable assets (not including homeownership)?
150000-200000
Approximately how many employees work at your organization (all locations)?
100-500
Approximately what is the annual revenue for your organization?
5-10 million
What is your job title, level or responsibility?
administrative/clark
Education: Phd
Decision : Myself
আশা করি আপনারা সার্ভে সম্পর্কে জানেন তারপরেও আপনাদের জন্য আপাদত তিনটা সাইট সাজেস্ট করে দিচ্ছি যা আপাদত ব্যবহার করবেন সার্ভে জাংকিতে প্রবলেম চলছে তাই কাজ করতে পারেন কিন্তু সমস্যা হলে ১০ আগস্ট পর্যন্ত জাংকিতে কাজ অফ রাখবেন।
আপদত যে সকল সাইটে কাজ করবেন তা জানতে নিচের পোষ্ট
আর যে কোন সমস্যায় আমাদের জানান আর সব থেকে বড় কথা ডিমোটেভেট হওয়া চলবেনা সব সময় নিজের আত্মবিশ্বাস ১০০% রাখতে হবে। যদি সম্ভব হয় অন্যকে সাহায্য করবেন কিন্তু কোন প্রকার ডিমোটিভেট কথা গ্রুপে বলা চলবেনা চাইলে পার্সোনালি ইনবক্সে জানাতে পারবেন।
তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামিতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই।
লেখকঃ সৌরভ।
কাস্টমাইজড আইপি পাবো কোথায়
উত্তরমুছুন