প্রথমেই সবাইকে স্বাগতম টিম এন্টিকে জয়েন করার জন্য। আজকে আমরা সার্ভে জাংকী নিয়ে কাজ করবো চলুন অতিরিক্ত কথা না বলে কাজ শুরু করা যাক



আশা করি আপনাদের সবার ব্যসিক যে ধারনা সার্ভে জাংকী সম্পর্কে তা হয়েছে তাই আমরা সরাসরি কাজে দিকে নজর দিবো।

ব্রাউজারে কাজ করে অনেক সমস্যায় পড়তে হয়েছে তার জন্য একটা ছোট্ট সমাধান রয়েছে যা আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। 

আমরা উইন্ডোজের বদলে Android Kernel চালাবো। উইন্ডোজ গুলোকে যেমন অপারেটিং সিস্টেম কিংবা সিস্টেম সফটওয়্যার বলা হয় ঠিক তেমনি লিনাক্সের গুলোকে কার্নেল বলা হয় বাই দা ওয়ে না যাই ঐদিকে।

সো আমরা জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড করবো যা ইন্সটল করার জন্য সর্বনিম্ন ৮ জিবি জায়গা এবং সর্বোচ্চ ৩২ জিবি জায়গা পর্যন্ত নির্ধারন করা যাবে। 

সফটওয়্যার এর কাজ হবে আপনার পিসির মধ্যে উইন্ডোজের পাশাপাশি একটি Android সিস্টেম ইন্সটল করে দিবে।

যাকে ডুয়াল ওএস বলা যেতে পারে। যখন আপনি  পিসি ওপেন করবেন প্রতিবার  নির্বাচন করতে পারবনে আপনি উইন্ডোজ চালাবেন নাকি Android

যখন আপনি সার্ভে কাজ করবেন তখন সিলেক্ট করবেন Android আর যখন বাদ বাকী কাজ করবেন তখন উইন্ডোজ নির্বাচন করে নিলেই হবে।

কি ঝামেলা লাগছে তবে একটু আকটু ঝামেলা তো পাড়ি দিতেই হবে তাই না নয়তো সামনে আগানো সম্ভব হবে না। 

এর জন্য আপনাকে ৫০-৬০ মিনিট সময় দিতে হবেনা জাস্ট ১০ মিনিটের আগেই ইন্সটল হয়ে যাবে।

Download Link For PC User

সো ইন্সটল হয়ে গেলে আপনাকে নিচের লিংক গুলো থেকে এপ এবং সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে 

সার্ভে জাংকি - অবশ্যই এটা ডাউনলোড করবেন। 

টেলিগ্রাম

প্রক্সি এপ

আপনাদের কাজ করতে যে এড্রেস লাগবে কিংবা যা লাগবে সব ভিডিও তে দেখানো হয়েছে পান থেকে চুন খসলেই গিফট কার্ড আনলক হবে না সো বি কেয়ার ফুল মাই ডিয়ার এন্টিক ভাই - ব্রাদার এন্ড সিস্টার


যদি ডাউনলোড হয়ে যায় তবে ভিডিও দেখে বাকী কাজ গুলো সেরে ফেলুন।



উপরের ভিডিও দেখা হলে নিচের ভিডিও দেখবেন এখানে মোবাইল এবং পিসি দুজনের সমাধান । 

https://drive.google.com/uc?export=download&id=1vqfhzJ5X8hyOdLAyvvUA0Ii3gWmV8_Yh


বেস্ট অফ লাক মাই ডিয়ার।। 

1 thoughts on "সার্ভে জাংকী গিফট কার্ড আনলক এবং এপ দিয়ে কাজ করার নিয়ম "