সার্ভে কাটার মূল কারণ গুলো জেনে নিন বিস্তারিত ভাবে এবং এড়িয়ে চলুন এই বিষয় গুলো।



  1. Third-Party Termination
  2. Security
  3. GeoMissmatch
  4. VPN
  5. Profiling
  6. Survey Expired

থার্ড পার্টি টার্মিনেশনঃ
এটা হলো ধরে নিন আপনি সার্ভে করছেন এন্ড ফাস্ট স্টেপ কোয়ালিফাই হয়ে গেলেন তারপর অনেক সময় দেখা যায় অন্য একটা লিংকে রিডাইরেক্ট করে তাই না।
আর ঐ টা হলো থার্ড পার্টি সাইট আর যখন আপনি থার্ড পার্টি সাইটে ভুল উত্তর দিয়ে বসেন আর সার্ভে যদি কেটে যায় সেটাকেই মূলত থার্ড পার্টি টার্মিনেশন বলা হয়।

Security:
সিকিউরিটি ইস্যু অনেক ধরনের হতে পারে সেটা প্রক্সির কারনে হতে পারে কিংবা প্রক্সিটি আপনাকে সর্বোচ্চ ভাবে হাইড করতে পারেনি তার ফলে বেশী হয়ে থাকে। সো প্রক্সি নির্বাচন জরুরী একটা ধাপ

GeoMissmatch:
এটা খুব সাধারন ভুলের কারনে হয়ে থাকে আর তা হলো আমাদের আইপি কিংবা প্রক্সির সাথে আমাদের ডিভাইসের টাইম জোন আলাদা থাকার কারনে আবার অনেকেই আছেন যে তারা লোকেশন চালু রাখেন যার ফলে আইপি ব্যবহার করলেও আপনার মেইল লোকেশন ঠিক দিয়ে দিচ্ছেন অজান্তেই।

VPN
ভিপিএন দিয়ে কাজ করলে বেশীর ভাগ সমস্যা হবে কিন্তু এর পরেও কাজ করতে চাইলে ভালো ভিপিএন ব্যবহার করতে হবে আপনাকে।

চাইলে Express Vpn , Hammer Vpn , Mysterium Vpn , Mymobile Secure ব্যবহার করতে পারেন।

Profiling
এটা হলো সার্ভে অনুযায়ী আপনার প্রোফাইল ম্যাচ না হওয়ার কারনে সার্ভে কেটে যাওয়া। ধরে নিন সার্ভে টা আসলো প্লেনের আর আপনার প্রোফাইলে আপনি উত্তর দিয়েছিলেন আপনি জীবনে প্লেনে ভ্রমন করেন নি সেক্ষেত্রে আপনার সার্ভে টা কেটে যাবে।

Survey Expired
সার্ভের একটা লিমিটেশন থাকে রিসার্চার রা ধরে নিন ২০০ মানুষের মতামত নিবেন সেক্ষেত্র ২০০ জনের মতামত নেওয়া শেষ হয়ে গেলে সার্ভে টা Expired হয়ে যাবে যার মানে তাদের আর কারো মতামত প্রয়োজন নেই।

Leave a Comment